বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর ওয়েবসাইটে স্বাগত। "উৎপাদন সমৃদ্ধিই উন্নতির উৎস" স্লোগান নিয়ে দেশের বিভিন্ন পর্যায়ের শিল্পোদ্যোক্তা এবং বিটাক এর স্টেকহোল্ডারদেরকেে প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট এর মূল উদ্দেশ্য। এর মাধ্যমে বিটাক এর সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।
দেশের শিল্পায়নে বেসরকারি খাত হচ্ছে মূল চালিকা শক্তি। ক্রমবর্ধমান বিশ্বায়নের গুরুত্ব অনুধাবন করে উন্নতর প্রযুক্তিতে কারিগরি দক্ষতা সম্পন্ন জনবল তৈরিতে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। দেশের শিল্প খাতের সম্প্রসারণ এবং নিরবিচ্ছিন্ন উৎপাদনে সহযোগিতা করাই বিটাক এর মূল দায়িত্বে।
আশা করি এ ওয়েবসাইট বিটাক এর সাথে সুবিধাভোগীদের যোগাযোগ সৃষ্টির পাশাপাশি সরকারি ও বেসরকারি শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।
বাংলাদেশ শিল্প কারগরি সহায়তা কেন্দ্র (বিটাক)
১১৬ (খ), তেজগাঁও শিল্প এলাকা
ঢাকা - ১২০৮
ফোনঃ +৮৮-০২-৫৫০৩০০৪৬, +৮৮-০২-৫৫০৩০০৫৭
ফ্যাক্সঃ +৮৮-০২-৫৫০৩০০৪৯
ওয়েবঃ https://bitac.gov.bd