Wellcome to National Portal
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২৪

মহাপরিচালক (অতিরিক্ত সচিব)

জনাব পরিমল সিংহ ১৯৬৭ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

জনাব জনাব পরিমল সিংহ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী কমিশনার হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি কুমিল্লা, হবিগঞ্জ, চট্টগ্রাম, সুনামগঞ্জ, সিলেটে সহকারী কমিশনার, নেজারত ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপ পরিচালক (স্থানীয় সরকার) এবং জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে তিনি মেহেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে কাজ করার পর পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব পরিমল সিংহ ১৫ জানুয়ারি ২০২৪ তারিখ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।