Wellcome to National Portal
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০২৪

পটভূমি

২৬-৫-১৯৬২ তারিখের Resolution No. C & P-9 (11)/62 দ্বারা শিল্প গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (আইআরডিসি) এবং শিল্প উৎপাদনশীলতা সেবা (আইপিএস) একীভূত করে শিল্প-বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন Pakistan Industrial Technical Assistance Center (PITAC) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতাত্তোর ১৯৭২ সালে শিল্প মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে এটির নামকরণ করা হয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, আমদানি বিকল্প যন্ত্র/যন্ত্রাংশ তৈরি ও মেরামত এবং গবেষণা ও উন্নয়ন দ্বারা প্রযুক্তির উদ্ভাবন ও হস্তান্তরই হলো এর প্রধান কাজ। প্রতিষ্ঠালগ্ন ১৯৬২ হতে ২০১৯ পর্যন্ত বিটাক বাই-লজ দ্বারা পরিচালিত হয়েছে। ২০১৯ সালের ১৯ নং আইন এর অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)/ Bangladesh Industrial Technical Assistance Center (BITAC)-কে মহান জাতীয় সংসদে সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। আইন এর ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী শিল্প সচিবের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ দ্বারা বিটাক পরিচালিত হচ্ছে। কেন্দ্রের প্রধান নির্বাহী হলেন মহাপরিচালক।