Wellcome to National Portal
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২৪

সংক্ষিপ্ত পরিচিতি

 

২৬-০৫-১৯৬২ তারিখের Resolution No. C & P-9 (11)/62 দ্বারা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠিত Pakistan Industrial Technical Assistance Center (PITAC)  কে স্বাধীনতাত্তোর ১৯৭২ সালে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) হিসাবে নামকরণ করা হয় । 

২০১৯ সালের ১৯ নং আইন এর অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)/ Bangladesh Industrial Technical Assistance Center (BITAC)-কে মহান জাতীয় সংসদে সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। আইন এর ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ দ্বারা বিটাক পরিচালিত হচ্ছে। কেন্দ্রের প্রধান নির্বাহী হলেন মহাপরিচালক। বিটাকের বর্তমান মোট জনবল ৬৬৮ জন।  বর্তমানে চারটি বিভাগে বিটাক এর পাঁচটি কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলো হলো বিটাক-ঢাকা (১৯৬৪), বিটাক-চট্টগ্রাম (১৯৭২), বিটাক-চাঁদপুর (১৯৭৮), বিটাক-খুলনা (১৯৮৬) এবং বিটাক-বগুড়া (২০১০)। বিটাকের ঢাকা কেন্দ্রে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই) স্থাপন করা হয়েছে। 

 জনবলের তালিকাঃ

 

ক্রঃ নংঃ

কেন্দ্রের নাম

জনবল (জন)

জমির পরিমাণ (একর)
০১ সদর দপ্তর ৭৫  

০২

ঢাকা

২৮২

৪.০০

০৩

চট্টগ্রাম

১২৬

৪.১২

০৪

চাঁদপুর

৫৫

১.৬৬

০৫

খুলনা

৭২

৪.০০

০৬

বগুড়া

৬৯

৯.১৫

 

    মোট=  

         ৬৭৯

২২.৯৩