Wellcome to National Portal
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৪

প্রশিক্ষণ, খুলনা

মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য  বিমোচনে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই । এই লক্ষ্যকে সামনে রেখে বিটাক খুলনা Self-Employment and Poverty Alleviation (SEPA) through hands-on technical training highlighting women প্রকল্প, Skills for Employment Investment Program (SEIP) প্রকল্প, নিয়মিত প্রশিক্ষণ ও বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে দেশের অভ্যন্তরে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য  বিমোচনে বিশেষ ভূমিকা পালন করে আসছে । কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি সৃষ্টি ও শিল্প ক্ষেত্রে নিয়োজিত জনবলের কারিগরি দক্ষতার মান উন্নয়নের  লক্ষ্যে বিটাক, খুলনা  বিভিন্ন মেয়াদে নিয়মিত প্রশিক্ষণ  ও প্রকল্পের অধীনে ০৩ ও ০৪ মাস মেয়াদী প্রশিক্ষণ  প্রদান করে আসছে ।  

 

ক্ষুদ্র উদ্যোক্তা তৈরীঃ বিটাক খুলনার প্রশিক্ষণ শেষে যুবক ও যুব-নারী নিজ নিজ উদ্যোগে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করে স্বাবলম্বী হচ্ছেন।

 

আবাসন সুবিধাঃ  প্রশিক্ষণার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিটাক খুলনা কেন্দ্রে ১০ তলা নারী হোস্টেলের নির্মাণ এবং দোতলা বিশিষ্ট ছাত্রাবাসকে উর্দ্ধমুখী সম্প্রসারণ করে  চারতলা বিশিষ্ট ছাত্রাবাস তৈরীর কাজ চলমান রয়েছে।  

   

কোর্স পরিচিতি

১. কোর্সের নামঃ ‍SEPA (Self Employment & Poverty Alleviation)

ট্রেডের নাম

মেয়াদ

আসন সংখ্যা

কোর্স ফি

প্রদানকৃত ভাতা

(আবাসন, যাতায়াত, খাবার, প্রশিক্ষণ উপকরণ ইত্যাদি)

আবাসন

চাকুরীর সুবিধা

ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স

০৩ মাস

৩০

ফ্রি

দৈনিক ৪০০/-*

আবাসনের ব্যবস্থা আছে।

সফল ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর বিটাক কর্তৃক চাকুরীর ব্যবস্থা করা হয়।

ওয়েল্ডিং

০৩ মাস

৩০

ফ্রি

দৈনিক ৪০০/-*

*উপস্থিতি সাপেক্ষে

 

 

২. কোর্সের নামঃ ‍SEIP (Skills for Employment Investment Program)

ট্রেড নাম

মেয়াদ

আসন সংখ্যা

কোর্স ফি

প্রদানকৃত ভাতা

(যাতায়াত)

আবাসন

চাকুরীর সুবিধা

ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স

০৪ মাস

৩০

ফ্রি

দৈনিক ১০০/=*

কক্ষ খালি থাকা সাপেক্ষে বরাদ্দ দেয়া যাবে।

 সফল ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর বিটাক কর্তৃক চাকুরীর ব্যবস্থা করা হয়।

ওয়েল্ডিং

০৪ মাস

৩০

ফ্রি

দৈনিক ১০০/=*

মেশিন সপ প্র্যাকটিস

০৪ মাস

৩০

ফ্রি

দৈনিক ১০০/=*

*উপস্থিতি সাপেক্ষে

* ২৭/১২/২০২৩ তারিখে প্রকল্পটি সমাপ্ত  ঘোষনা করা হয়েছে।

 

 

৩. কোর্সের নামঃ দীর্ঘ মেয়াদী উচ্চতর কারিগরি প্রশিক্ষণ কোর্স (১৪ সপ্তাহ)

ট্রেড নাম

মেয়াদ

আসন সংখ্যা

কোর্স ফি

আবাসন

ইলেকট্রিক্যাল  মেইনটেন্যান্স

১৪ সপ্তাহ

২০ জন

৮,০০০/=

কক্ষ খালি থাকা সাপেক্ষে বরাদ্দ দেয়া যাবে।

ওয়েল্ডিং

১৪ সপ্তাহ

১০ জন

৭,৫০০/=

মেশিন সপ

১৪ সপ্তাহ

১৫ জন

৫,০০০/=

 

৩. কোর্সের নামঃ ASSET (Accelerating and Strengthening Skills for Economic Transformation) 

ট্রেড নাম

মেয়াদ

আসন সংখ্যা

কোর্স ফি

প্রদানকৃত ভাতা

(সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীকে ক্লাসে ১০০% উপস্থিতির ভিত্তিতে)

যাতায়াত ভাতা

আবাসন

চাকুরীর সুবিধা
মেশিন শপ প্র্যাক্টিস  ০৩ মাস ২০ জন ফ্রি

মাসিক ২০০০/= (নারীদের ক্ষেত্রে)

মাসিক ১৫০০/= (পুরুষদের ক্ষেত্রে)

প্রশিক্ষণ কর্ম দিবসে দৈনিক ৮০/= আবাসনের ব্যবস্থা নেই। সফল ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর বিটাক কর্তৃক চাকুরীর ব্যবস্থা করা হয়।
ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ০৩ মাস ২০ জন ফ্রি

মাসিক ২০০০/= (নারীদের ক্ষেত্রে)

মাসিক ১৫০০/= (পুরুষদের ক্ষেত্রে)

প্রশিক্ষণ কর্ম দিবসে দৈনিক ৮০/= আবাসনের ব্যবস্থা নেই। সফল ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর বিটাক কর্তৃক চাকুরীর ব্যবস্থা করা হয়।