বাংলাদশে শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকারের শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর এআইপিপি প্রকল্পের ভৌত অবকাঠামো সরকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে বিটাকের নিকট হস্তান্তর করা হলে ৯ মার্চ, ১৯৭৮ সালে ১.৬৬ একক জমির উপর বিটাক, চাঁদপুর কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি “ইলিশের বাড়ি” চাঁদপুর জেলা শহরের ৩ কিলোমিটার দূরত্বে কুমিল্লা রোড সংলগ্ন ওয়্যারলেস বাজার নামক ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে একটি মনোরম পরিবেশে অবস্থিত। বিটাক, চাঁদপুর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশাসন, হিসাব, পিসিডি, আইইডি, প্রশিক্ষণ, ক্রয়, যান্ত্রিক, গুদাম, তাপ, বিদ্যুৎ, ঢালাই এবং ফরমা ইত্যাদি বিভাগ নিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি একটি দ্বিতল প্রশাসনিক ভবন, একটি দ্বিতল প্রশিক্ষণ ভবন, ২টি মেশিন শপ, বিদ্যুৎ শপ, ঢালাই শপ, হিট ট্রিটমেন্ট শপ, স্টোর বিল্ডিং, নিরাপত্তা ভবন, একটি প্রার্থনাগার, ফুলবাগান ও খেলার মাঠ নিয়ে গঠিত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪৫ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত রয়েছেন। কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে বিদ্যমান রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ প্রকৌশলী এবং দক্ষ কারিগর ।
বিটাক, চাঁদপুর প্রতিষ্ঠানটি শিল্পাঞ্চল বহির্ভূত এলাকায় অবস্থিত হওয়া সত্বেও কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় বিসিআইসি অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান (সার,কাগজ,সিমেন্ট কারখানা), পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পিজিসিবিসহ দেশের সরকারি/বেসরকারি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হতে কার্য সংগ্রহ করে তাঁদের চাহিদা অনুযায়ী গুণগত মানসম্পন্ন আমদানি বিকল্প খুচরা যন্ত্রাংশ তৈরি ও মেরামত করে থাকে। এর মাধ্যমে যেমন দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়ে আসছে, তেমনি স্বল্পতম সময়ের মধ্যে সমস্ত প্লান্ট চালু হওয়ার মাধ্যমে দেশের উৎপাদনশীলতা অক্ষুণ্ণ রাখছে। এতে দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে।
একইসাথে বিটাক, চাঁদপুর কেন্দ্রটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদেরকে “ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট” নামক বাস্তব প্রশিক্ষণ দিয়ে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটি দেশের বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০১১ সাল হতে এসইপিএ (সেপা) প্রকল্পের আওতায় “ইলেকট্রিক্যাল” ও “ র্আক এন্ড গ্যাস ওয়েল্ডিং” ট্রেডে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ পর্যন্ত দুইটি খাতে সর্বমোট ৩৮৫+৩৬০৯=৩৯৯৪ জন শিক্ষার্থী ও বেকার যুবককে দক্ষ জনবলে রূপান্তর করা হয়েছে। অত্র কেন্দ্রে এশিয়ান ডেভলেপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের তত্বাবধানে এসইআইপি (সেইপ) প্রকল্পের আওতায় বেকার যুবকদের প্রশিক্ষণ শেষে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সহযোগিতা করা হচ্ছে।
সর্বোপরি বিটাক, চাঁদপুর প্রতিষ্ঠানটি ভবিষ্যতের শিল্প বিপ্লব ৪.০, জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) তথা এসডিজি-২০৩০, ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।