Wellcome to National Portal
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২০

পরিচিতি, ঢাকা

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হতে ৫০০ মিটার উত্তর পূর্বে তেজগাঁও শিল্প এলাকাতে ৪ একর সমতল ভূমির উপর সবুজ গাছপালা পরিবেষ্টিত এক মনোরম পরিবেশে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর প্রধান কার্যালয় ও বিটাক, ঢাকা কেন্দ্র অবস্থিত। বিটাক, ঢাকা কেন্দ্রটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। জনবল এবং উৎপাদন কাযক্রমের দিক থেকে এটি বিটাকের বৃহত্তম আঞ্চলিক কেন্দ্র।

বিটাক, ঢাকা কেন্দ্রে চার তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, দ্বিতল বিশিষ্ট একটি সিএনসি ও ইলেকট্রিক্যাল ভবন, দেড়তলা বিশিষ্ট একটি প্লাস্টিক ভবন, একতলা বিশিষ্ট একটি মেশিনসপ ভবন, একতলা বিশিষ্ট একটি হিটট্টিটমেন্ট সপ, একতলা বিশিষ্ট একটি অটোমোবাইল ভবন, একতলা বিশিষ্ট একটি ওয়েল্ডিং ও ফিটিং সপ, একতলা বিশিষ্ট একটি ফাউন্ড্রি সপ, একতলা বিশিষ্ট একটি প্যাটার্ণ সপ, একতলা বিশিষ্ট একটি গুদামঘর, পাঁচ তলা বিশিষ্ট একটি নারী ছাত্রাবাস, একটি মসজিদ ও নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট একটি প্রশিক্ষণ কমপ্লেক্স রয়েছে ।