বিটাক, বগুড়া আঞ্চলিক কেন্দ্রটি উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া জেলা শহরে ঢাকা রংপুর মহাসড়ক সংলগ্ন চারমাথা হতে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মূখী নামাজগড় রাস্তা বরাবর ৫৫০ মিটার পূর্ব দিকে ৯.১৫ একর জমির উপর সুন্দর ছাঁয়াঘেরা মনোরম পরিবেশে এই আঞ্চলিক কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় । একটি দ্বি-তল প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ ভবন, ছাত্রাবাস, মেশিন সপ, প্যাটার্ণ সপ, হিট ট্রিটমেন্ট সপ, ফাউন্ড্রি সপ ও নির্মানাধীন একটি নারী হোস্টেল নিয়ে কেন্দ্রটি গঠিত। প্রতিষ্ঠার পর থেকেই কেন্দ্রটি এই অঞ্চলে হালকা প্রকৌশল খাতে পন্য উৎপাদন, কারিগরি সমস্যার সমাধান এবং মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।