শিল্প কারখানার কারিগরী-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দক্ষতার উন্নয়ন সাধন করা।
প্রাথমিকভাবে বেসরকারী খাতের শিল্পসমূহকে শিল্পের উৎপাদনশীলতা বিষয়ে পরামর্শ প্রদান করা।
সেমিনার, দলগতভাবে আলোচনা, নির্দেশনা, প্রকাশনা, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদির মাধ্যমে শিল্প কারখানার ব্যক্তিবর্গের মাঝে আধুনিক প্রযুক্তিগত ব্যবহারিক জ্ঞান ছড়িয়ে দেয়া।
প্রধানত বেসরকারী খাতের শিল্প প্রতিষ্ঠান সমূহে পরামর্শ সেবা সমপ্রসারণ করা।
শিল্প কারখানার যে কোন কিংবা এর সমস- শাখায় উৎপাদনশীলতার সাথে সম্পর্কিত তথ্যসমূহ সংগ্রহ এবং প্রচার করা।
শিল্প কারখানার উৎপাদনশীলতা এবং উচ্চতর প্রযুক্তিগত ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি কল্পে আন-র্জাতিক এবং দেশীয় সংস’া ও এজেন্সী সমূহের কার্যকলাপের সাথে কাজ করা।
সংস’া এবং সংস’ার উদ্দেশ্যসমূহের ব্যাপারে উৎসাহী ব্যক্তিবর্গের মধ্যে আন-রিক সম্পর্কের উন্নতি হতে পারে এমন সব উপায় অবলম্বন এবং পদক্ষেপ গ্রহণ এবং কার্যকলাপ পরিচালনা করা।
উচ্চতর পর্যায়ে উন্নীত কর্মসূচী এবং একে অধিকতর কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশে এবং বিদেশের অন্যান্য দেশে সংস’ার স্বীকৃতি নিশ্চিত করা।
শিল্প ও কৃষি খাতের নূতনভাবে উদ্ভাবিত জিগ, ফিক্সার, গেজ, মোল্ড, ডাইস এবং পাঞ্চ সমূহের নক্সা প্রনয়ণ এবং তৈরীতে সহায়তা করা।
পণ্যের মান উন্নয়নে, পণ্যের উৎপাদন বৃদ্ধিতে, পণ্যের খরচ কমাতে এবং দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার ও দেশীয় উৎপাদন প্রণালীর সুযোগ বৃদ্ধি করতে শিল্প কারখানাকে সাহায্য করার লক্ষ্যে পণ্য, উৎপাদন প্রক্রিয়া এবং টুল্স উদ্ভাবণ করা।
উন্নতি বিধানের জন্য পথ ও উপায় নির্ণয় এবং সুপারিশ করতে নির্বাচিত প্লান্টসমূহে উৎপাদনশীলতা অনুশীলন পরিচালনা করা।
উপরে উল্লেখিত সংস’ার যে কোন বা সমস- উদ্দেশ্যসমূহ অর্জনে এমন অন্যান্য সব আইন সম্মত কাজ করা যাতে সংস’া অভিন্ন ও সহায়ক বলে মনে হতে পারে।