Wellcome to National Portal
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০১৪

বিটাকের সেপা প্রকল্পের ২য় শুরু


প্রকাশন তারিখ : 2014-09-25

বিটাকের বর্তমান কর্মকান্ডঃ

  • শিল্প কারখানার কারিগরী-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দক্ষতার উন্নয়ন সাধন করা।
  • প্রাথমিকভাবে বেসরকারী খাতের শিল্পসমূহকে শিল্পের উৎপাদনশীলতা বিষয়ে পরামর্শ প্রদান করা।
  •   সেমিনার, দলগতভাবে আলোচনা, নির্দেশনা, প্রকাশনা, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদির মাধ্যমে শিল্প কারখানার ব্যক্তিবর্গের মাঝে আধুনিক প্রযুক্তিগত ব্যবহারিক জ্ঞান ছড়িয়ে দেয়া।
  • প্রধানত বেসরকারী খাতের শিল্প প্রতিষ্ঠান সমূহে পরামর্শ সেবা সমপ্রসারণ করা।
  • শিল্প কারখানার যে কোন কিংবা এর সমস- শাখায় উৎপাদনশীলতার সাথে সম্পর্কিত তথ্যসমূহ সংগ্রহ এবং প্রচার করা।
  • শিল্প কারখানার উৎপাদনশীলতা এবং উচ্চতর প্রযুক্তিগত ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি কল্পে আন-র্জাতিক এবং দেশীয় সংস’া ও এজেন্সী সমূহের কার্যকলাপের সাথে কাজ করা।
  •  সংস’া এবং সংস’ার উদ্দেশ্যসমূহের ব্যাপারে উৎসাহী ব্যক্তিবর্গের মধ্যে আন-রিক সম্পর্কের উন্নতি হতে পারে এমন সব উপায় অবলম্বন এবং পদক্ষেপ গ্রহণ এবং কার্যকলাপ পরিচালনা করা।
  • উচ্চতর পর্যায়ে উন্নীত কর্মসূচী এবং একে অধিকতর কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশে এবং বিদেশের অন্যান্য দেশে সংস’ার স্বীকৃতি নিশ্চিত করা।
  • শিল্প ও কৃষি খাতের নূতনভাবে উদ্ভাবিত জিগ, ফিক্সার, গেজ, মোল্ড, ডাইস এবং পাঞ্চ সমূহের নক্সা প্রনয়ণ এবং তৈরীতে সহায়তা করা।
  • পণ্যের মান উন্নয়নে, পণ্যের উৎপাদন বৃদ্ধিতে, পণ্যের খরচ কমাতে এবং দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার ও দেশীয় উৎপাদন প্রণালীর সুযোগ বৃদ্ধি করতে শিল্প কারখানাকে সাহায্য করার লক্ষ্যে পণ্য, উৎপাদন প্রক্রিয়া এবং টুল্‌স উদ্ভাবণ করা।
  • উন্নতি বিধানের জন্য পথ ও উপায় নির্ণয় এবং সুপারিশ করতে নির্বাচিত প্লান্টসমূহে উৎপাদনশীলতা অনুশীলন পরিচালনা করা।

উপরে উল্লেখিত সংস’ার যে কোন বা সমস- উদ্দেশ্যসমূহ অর্জনে এমন অন্যান্য সব আইন সম্মত কাজ করা যাতে সংস’া অভিন্ন ও সহায়ক বলে মনে হতে পারে।