Wellcome to National Portal
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২৩

আমদানি বিকল্প যন্ত্রাংশ প্রস্তুত

 বিটাক শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধি, পণ্যের গুণগত মানোন্নয়ন, উৎপাদন ব্যয় হ্রাস এবং স্থানীয় দ্রব্যাদির ব্যবহার বৃদ্ধির নিমিত্তে  উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ, যন্ত্রপাতি ও যন্ত্রাংশের নক্সা প্রণয়ন ও  সেগুলো তৈরি করে দেশের শিল্পায়নে সহযোগিতা করে ইতিবাচক ভূমিকা পালন করছে। এক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন কলকারখানাতে ব্যবহৃত যেসকল যন্ত্র ও যন্ত্রাংশ ইতোপূর্বে বহির্বিশ্ব থেকে  আমদানি  করতে হতো, বর্তমানে বিটাক ঐসকল যন্ত্র ও যন্ত্রাংশ প্রস্তুত করে সারাদেশব্যাপী সরবরাহ করছে। এতে করে অর্থ ও সময় দুটোরই সাশ্রয় হচ্ছে। বিটাকের ওয়ার্কসপগুলোতে নতুন সিএনসি  মেশিনটুল   সংযোজন করে সেবা গ্রহণকারী শিল্প প্রতিষ্ঠানকে উন্নততর কারিগরি সেবা প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 বিগত অর্থবছরসমূহে বিটাক কর্তৃক প্রস্তুতকৃত বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের বিবরণ উল্লেখ করা হলোঃ

 

অর্থবছর

উৎপাদিত পণ্যের নাম

২০২২-২৩

একুশে পদকের ও রেপ্লিকার ডাই তৈরী।

জাতীয় মানবকল্যাণ  পদক এর ডাই পাঞ্চ তৈরী।

বেগম রোকেয়া পদক ও রেপ্লিকার ডাই তৈরী।

জার্নাল বিয়ারিং রি-মেটালিং করণ।

কপার আইসোলেটর, ফিঙ্গার, ডিএস আর্ম বেস বক্স তৈরী ও ফেব্রিকেশন, ডিটিএস ক্ল্যাম্প, এল সেপ কপার মেড কানেক্টিং বার তৈরী।

কপারের আই ক্ল্যাম্প, এলুমিনিয়ামের কম্প্রেশন টাইপ টি ক্ল্যাম্প, স্ট্রেইট ডেড এন্ড ক্ল্যাম্প, ইনক্লাইড ডেড এন্ড ক্ল্যাম্প তৈরী।

বিভিন্ন সীল মোহর তৈরী।

রোটার শ্যফট্, নন ড্রাইভ এন্ড বিয়ারিং কভার মেরামত, ড্রাইভ এন্ড বিয়ারিং কভার মেরামত করণ।

জার্নাল বিয়ারিং

ইন্সপেকশন শ্যফট্ করণ।

সিলন্ডার হেড তৈরী।

প্লানেটারী গিয়ার বক্স তৈরী করণ।

বিভেল গিয়ার তৈরী করণ।

বিভিন্ন সাইজের স্পাউট তৈরী।

হেলিক্যাল পিনিয়ন তৈরী

মেটালিক সীল তৈরী করণ।

মেটালিক সীল কাভার তৈরী করণ।

রিমুভাল পাম্পের শ্যাফট তৈরি

পাম্পের ইম্পেলার তৈরি

মিটার সিলিং প্লায়ার তৈরি

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকের রেপ্লিকা তৈরি

ফেক্সিবল কাপলিং তৈরি

রবিন্দ্রনাথ ঠাকুরের ভাস্কার্য তৈরি

এরোফয়েল তৈরি

টর্ক মাল্টিপ্লায়ারের এডাপ্টার তৈরি

কো এক্সিয়াল নজেল তৈরি

২০২০-২১

বঙ্গমাতা শেখ ফজিলাতুন-নেছা মুজিব পদক ও রেপ্লিকার ডাই তৈরী, আফটার কুলার পুলার তৈরী, মোটর আর গিয়ার সাইডের জন্য গিয়ার কাপলিং সেট তৈরী, বাংলাদেশ দূতাবাস বুখারেস্ট/রোমানিয়া, বাংলাদেশ দূতাবাস কুয়েত, বাংলাদেশ দূতাবাস চেন্নাই/ইন্ডিয়া এর জন্য পারকুশন মেশিন ও এম্বোস সীল তৈরী, গ্যাস জেনারেটর মেরামত করণ, এয়ার ফিল্টার তৈরী, নন ড্রাইভ এন্ড বিয়ারিং কভার মেরামত, ড্রাইভ এন্ড বিয়ারিং কভার মেরামত, নন ড্রাইভ এন্ড বিয়ারিং কাপ, কপার আইসোলেটর, ফিঙ্গার, ডিএস আর্ম বেস বক্স তৈরী ও ফেব্রিকেশন, ডিটিএস ক্ল্যাম্প, এল সেপ কপার মেড কানেক্টিং বার তৈরী, টি শেপ টুইন প্লেট, আই ক্ল্যাম্প, বুশ ক্ল্যাম্প, টি ক্ল্যাম্প, টারমিনাল ক্ল্যাম্প, আর্থ লিড ক্ল্যাম্প তৈরী, ২০২১-২০২২ অর্থ বছরের জন্য বর্ষ-টাইপ তৈরী, ঢাকা সেন্ট্রাল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জন্য বিভিন্ন রকম সীলের মোহর তৈরী, কপারের আই ক্ল্যাম্প, এলুমিনিয়ামের কম্প্রেশন টাইপ টি ক্ল্যাম্প, স্ট্রেইট ডেড এন্ড ক্ল্যাম্প, ইনক্লাইড ডেড এন্ড ক্ল্যাম্প তৈরী, বিভিন্ন সাইজের স্টেজ পিস্টন রিং তৈরী, ওয়ার্ম গিয়ার এবং শ্যাফট তৈরী, মিটার সিলিং প্লায়ার্স তৈরী, এম্বোস সীল তৈরী, পুলি ও শীভ, স্পেরিক্যাল ওয়াসার তৈরী, ১০০ মিমি ডাবল ব্যারেল শিপবোর্ড গান (টাইপ-৭৯, চীন), শেল ইজেক্টর রড তৈরী, ফরমিং ও ফর্ক রোলার হিটট্রিমেন্ট করণ, জার্নাল বিয়ারিং হোয়াইট মেটাল দিয়ে রি-মেটালিং করণ, লেটার পাঞ্চ, এম্বোস ডাই তৈরী, প্লেইন বিয়ারিং হোয়াইট মেটাল দিয়ে রি-মেটালিং করণ, স্লাইড বিয়ারিং হোয়াইট মেটাল দিয়ে রি-মেটালিং করণ, স্টীম হিটিং কয়েল তৈরী, এক্সট্রুডার ডাই তৈরী, ডিপ ড্রয়িং এর জন্য কুশন ডাই, লেটার পাঞ্চ তৈরী, ২০ ও ২৬ ইঞ্চি সাইজের ড্রেজারের টিথ কাটার তৈরী, বডি কভার, বডি সাইড কভার, স্ট্র ব্যারিয়ার ও ট্রে- মিনি শীট এর ডাই তৈরী, ক্যারিয়ার ও রিটার্ণ রোলার, ক্যারিয়ার ও রিটার্ণ রোলার স্টান্ড, ক্যারিয়ার ও রিটার্ণ ট্রেইনার, বাকেট এলিভেটর এর জন্য কনভেয়ার লিংক তৈরী ও এসেম্বলিং করণ।

২০১৯-২০

জুলিও কুরি পদকের ডাই ও পাঞ্চ তৈরি, সি. ডাব্লিউ. সি পাম্পের বিয়ারিং কেসিং, পিস্টন ভালব, স্লিভ বুশ তৈরি, জার্নাল বিয়ারিং রিমেটালিং করণ, কৃষি পদকের ডাই তৈরি, রিপেয়ার স্লিভ, কানেক্টর তৈরি, ডাবল বেরেল শিপবোর গান, সিঙ্গেল বেরেল শিপবোর গান, সিঙ্গেল বেরেল নেভাল গান, শেল ইজেক্টর তৈরি, ইন্টার কেরিয়ার ডুপ্লেক্স স্প্রোকেট তৈরী, সেপার মেশিনের অটো গিয়ার তৈরী, প্লানেটরি গিয়ার বক্স তৈরী,বিভিন্ন সাইজের গিয়ার ও পিনিয়ন তৈরী,ক্যান কাটার কাপলিং কয়েল স্প্রীং ও গাইড পিন তৈরী,হাইড্রোলিক র‌্যাম তৈরী,ক্লাচ স্প্রোকেট তৈরী,বয়লারের টিউব ক্লিনিং বিটিং হুইল তৈরী,বিভিন্ন সাইজের গিয়ার ও পিনিয়ন তৈরী,মাড পাম্প ও মেল্টিং পাম্পের কাপলিং সাইড কভার, ডেলিভারি সাইড কভার, ভলিউট কেসিং তৈরী,হেরিংবোন পিনিয়ন তৈরী,টারবাইনের মেইন ওয়েল পাম্প তৈরী, আই ক্লাম্প, টি ক্লাম্প, পিজি ক্লাম্প, ইনার ক্লাম্প ও আউটার ক্লাম্প তৈরী, টি ক্লাম্প, ফ্লাট আই ক্লাম্প তৈরী,গিয়ার বক্সের লকিং কী (বিশেষ) তৈরী, ফ্লাট আই এবং টি- কানেক্টর তৈরী, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আর্মার প্লেট তৈরি।

২০১৮-২০১৯ ইম্পেলার তৈরি, ডিফিউজার উইথ কেসিং(ফরিদপুর সুগার মিল), হেলিক্যাল গিয়ার, হেলিক্যাল পিনিয়ন, এম্বোসিল তৈরি, হাই প্রেসার সিলিন্ডার তৈরি, ফিড পাম্পের ইম্পেলার তৈরি, ব্যালেন্সিং ডিক্স, স্টেশনারী ডিক্স তৈরি, সি মাসকট পাম্পের গিয়ার বক্স তৈরি, কোন কাটার , রি-সারফেসিং, হিটট্রিটমেন্ট তৈরি, গিয়ার পিনিয়ন তৈরি, ফিড পাম্পের শ্যাফট তৈরি, সেনাবাহিনীর এম্বোসিল তৈরি, আউটার বোর্ড তৈরি, প্লানেটারি গিয়ার তৈরি, পাম্প হাউজিং তৈরি, জার্নাল বিয়ারিং মেরামত করণ, স্পোকেট তৈরি, ইউনিভার্সাল; জয়েন্ট তৈরি, ল-স্পীড রিডাকশন গিয়ার তৈরি,  ইনডেক্স প্লেন্ট ও এর সাপোর্ট তৈরি, বর্ষ টাইপ তৈরি, রোলিং শ্যাফট তৈরি, স্লিপ রিং মোটর জার্নাল বিয়ারিং, বিয়ারিং এন্ড কভার  তৈরি, ওয়ার্ম হুইল তৈরি, সেন্ট্রিফিউগাল মেশিনের বাস্কেট ব্যাকসিকন নেট তৈরি, পারকিউশ্ন মেশিন তৈরি, স্কেপার ব্লেড তৈরি, ব্যালেন্সিং ডিস্ক তৈরি, সিলিন্ডার হেড রিপিয়ার করণ, স্পার গিয়ার তৈরি, ইপিয়ার স্লিপ তৈরি, গাইড লাইন ব্লক,  রোকেয়া পদক তৈরি ও সীল মারা, তারিখের মোহর, নামের মোহর, বিয়ারিং মোহর (ডাক বিভাগ) তৈরি, ডেড এন্ড ক্ল্যাম্প তৈরি, বিয়ারিং ও হাউজিং তৈরি, আইসোলেটর ফিমেল ফিংগার তৈরি, সারকুলার নাইফ তৈরি, স্লোডিং ক্লাম্প তৈরি, আই ক্ল্যাম্প, টি ক্ল্যাম্প তৈরি, কপার সিটি ফিংগার, লুব ওয়েল পাম্প, ডি এস ক্ল্যাম্প প্লেট, এল প্লেট, ৯০ ডিগ্রি ক্ল্যাম্প, আইসোলেটর মেল পার্ট, ফিমেল পার্ট, ২১ শে পদকের রেপ্লিকা তৈরি, ট্রান্সমিশন সকেট তৈরি, পিষ্টন রড তৈরি, স্বাধীনতা পদকের রেপ্লিকা তৈরি, বিভিন্ন সাইজের স্পোকেট তৈরি, সিলিং প্লায়ার্স তৈরি, স্কয়ার ব্লক তৈরি, গিয়ার বক্সের ইনপুট শ্যাফট তৈরি, শ্যাফট উইথ পিনিয়ন, বিয়ারিং, হুইল ইম্পেলার, ফিড পাম্প, স্পেসার, ফিলার হোপার, কন্টাক্ট্র টিপ, জাম্পার প্লেট তৈরি, জুলিও কুরি পদকের ডাই তৈরি।
২০১৭-২০১৮ অল্টারনেটর রিপিয়ারিং, বি এফ পি ডিসিচার্জ ক্র্যাঙ্কসিল রিং তৈরি, বিয়ারিং , কভার বুষ্টার পাম্প তৈরি, স্পার গিয়ার তৈরি, বিভেল পিনিয়ন শ্যফট তৈরি, সিলিন্ডার হেড সিলিং সারফেস মেশিনিং, পিনিয়ন তৈরি, কার্গো ডোর একচুয়েটর তৈরি, ইঞ্জিনের সাইড কভার মেশিনিং, পারকিউশন মেশিন তৈরি, চেইন লিংক এর বুশ তৈরি, পাম্পের ইম্পেলার তৈরি, হেলক্যাল পিনিয়ন তৈরি, মিক্সিং ভালব এর শ্যাফট তৈরি, পাইপ ও ফিটিংস তৈরি, সীল মোহর ও বর্ষ টাইপ তৈরি, ক্র্যাক শ্যাফট তৈরি, সিলিন্ডার হেড মেশিনিং করণ, ফিড ওয়াটার পাম্পের ইম্পেলার তৈরি, পাম্প মোটরের স্প্রিং তৈরি, চিলারের ইম্পেলার শ্যাফট তৈরি, পাম্প হাইজিং তৈরি, গাড়ির নাম্বার প্লেট তৈরি, সিলিন্ডার হেড সারফেস ফিনিশিং করণ, পিষ্টন শ্যাফট তৈরি, ৩৩ কেভি সিটি ক্ল্যাম্প ইনার ক্ল্যাম্প স্পেসার ক্ল্যাম্প টি ক্ল্যাম্প তৈরি, সি আই ডিক্স তৈরি, গিয়ার শ্যাফট ও পিনিয়ন তৈরি, ওয়ার্ম হুইল তৈরি, ভ্যকুয়াম পাম্প রিপিয়ার করণ, বিয়ারিং রি-মেটালিং করণ, জার্নাল বিয়ারিং মেশিনিং করণ, শ্যাফট ও বিয়ারিং হাউজ তৈরি করণ, হালিক্যাল গিয়ার তৈরি করণ, মিল টারবাইন রোটর তৈরি করণ, ডিস্ট্রিবিউশন পাইপ ও ফিটিংস তৈরি করণ, সিলিন্ডার হেড ও শাইনার সারফেস ফিনিশিং করণ, বঙ্গবন্ধু কৃষি পদক এর ডাই তৈরি, ইঞ্জিন ব্লক রিপিয়ারিং  স্প্রিং সেট তৈরি, ট্রু নেস সেটিং, টুল হোল্ডার তৈরি করণ, ওভআর হেড নিডেল কোন তৈরি, বুশ তৈরি, ২১ শে পদকের রেপ্লিকা তৈরি, হাইড্রোলিক প্লাঞ্জার ও সিলিন্ডার৫ তৈরি, ওয়ার্ম হুইল তৈরি, হাইড্রোলিক পাম্প স্লাইন শ্যাফট তৈরি, কমপ্লিট পিনিয়ন সেট তৈরি, রিগ পিন তৈরি, টার্বো চার্জার নজেল পিন তৈরি, মেইন বিয়ারিং, ক্যাপ মেশিন , পিকআপ কানেক্টিং বোল্ট কেসেল তৈরি, বুলেট প্রুফ প্লেট তৈরি, রোটর রিপিয়ারিং করণ, ফ্যানের শ্যাফট রিপিয়ারিং, স্বধীনতা পদকে ছাপ মারা, সি এস ব্লেড পার্টিং করণ, আউটার বোর্ড তৈরিকরণ।
২০১৬-২০১৭ বয়লারের ফিড পাম্প মেরামত, ফ্যানের বিয়ারিং ,রি-মেটালিং করণ, ফ্যানের বিয়ারিং তৈরি, এস এস ইম্পেলার তৈরি, প্লাঞ্জার তৈরি করণ, হাইড্রোলিক সিলিন্ডার তৈরি করণ, রিভার্স টারবাইন রোটরের শ্যাফট গ্রাইন্ডিং, স্পোকেট তৈরি, পিষ্টন রি-মেটালিং করণ, ইউনিভার্সাল টেষ্টিং মেশিন রিপিয়ারিং, আউট বোর্ড লাইনার তৈরি, ওয়ার্ম গিয়ার তৈরি করণ, মিল টারবাইনের রিং তৈরি করণ, অল্টারনেটর রোটর শ্যাফট মেরামত করণ, এফ ডি ফ্যান মোটরের স্লিপ রিং তৈরি, হাইড্রোলিক পিনিয়ন ড্রাইভিং গিয়ার হুইল তৈরি করণ, সেফট প্রটেকটিং স্লিভ তৈরি, আইসোলেটর আর্ম মেরামত, টারবাইন বাইপাস কন্ট্রোল ভালব তৈরি করণ, আইসোলেটর ফিঙ্গার তৈরি করণ, বিভিন্ন সাইজের রোলার তৈরি, মিটার সিলিং প্লায়ার্স তৈরি, গ্যাস কুলারের ফ্যান ব্লেড তৈরি, সীল মোহর, বর্ষটাইপ তৈরি, চিলারের ইম্পেলার শ্যাফট তৈরি, সিলিন্ডার ব্লক মেশিনিং করণ, ওয়াটার পাম্পের বিয়ারিং কেসিং তৈরি, পেডার রোলার রিপিয়ারিং, এস এস শ্যাফট তৈরি, পারকিউশন মেশিন তৈরি, জি বি সি-০১ মোটরের যন্ত্রাংশ তৈরি, বিয়ারিং ও গিয়ার তৈরি, এল ক্লাম্প ও আই ক্ল্যাম্প ইউ ক্ল্যাম্প টি ক্ল্যাম্প তৈরি, বিয়ারিং হাউজিং তৈরি, বেগম রোকেয়া পদকের রেপ্লিকা তৈরি, আউটার বোর্ড লাইনার তৈরি, সাবানের  মোল্ড তৈরি, প্রজেক্টাইল গাইড ব্লক তৈরি, স্বাধীনতা পদকের রেপ্লিকা তৈরি, কাপলিং তৈরি, আইডল প্লেট তৈরি,  স্বাধীনতা পদকের ডাই তৈরি, রেস্পার ড্রাম শ্যাফট তৈরি, টার্বোচার্জার হাউজ রিপিয়ারিং তৈরি, কানেকটিং রড রিপিয়ারিং। একুশে পদক তৈরি, জার্নাল বিয়ারিং রি-মেটালিং করণ, ড্রাই হিটট্রিটমেন্ট করণ, ড্রাম তৈরি, অটোমেটিক মিক্সার মেশিন রিপিয়ারিং করণ, বঙবন্ধু কৃষি পদকের রেপ্লিকা তৈরি, ওয়েল কুলার তৈরি, হোল ইনলারজিং করণ, টেবিল রোটেশন ক্যাম তৈরি, লিমিট সুইচ ব্রেস ও ফিটিং তৈরি, এসিড সারকুলেটিং পাম্পের বুট পাইপ তৈরি, ১৩২ কেভি হেকার সিডলি মেল পার্ট তৈরি, কনভেয়র লিংক তৈরি করণ, টাইমিং পুলি তৈরি করণ, পিজি ক্ল্যাম্প আই ক্ল্যাম্প ইউ ক্ল্যাম্প তৈরি, টেলিস্কোপিক মেনিপুলেটর তৈরি, গ্রিপার ব্লক ও বুশ তৈরি, আউট বোর্ড লাইনার তৈরি, বয়লারের নিপল তৈরি।  
২০১৫-২০১৬ লিকেজ প্রুফ ক্ল্যাম্প তৈরি, সিলিন্ডার হেড রিপিয়ারিং করন , পোষ্ট অফিসের সিল মোহর তৈরি, বাই মেটালিক প্লেট তৈরি, বিয়ারিং হাউজিং তৈরি, বিয়ারিং রি-মেটালিং করণ, বয়লার টিউব ক্লিনিং কাটার তৈরি, ফিড পাম্পের শ্যাফট তৈরি, পাম্প হাউজিং তৈরি, সাবানের ডাই তৈরি, হেলিক্যাল গিয়ার তৈরি, আউটবোর্ড লাইনার তৈরি, গিয়ার বক্স তৈরি, স্লিভ তৈরি, বয়লার ফিড পাম্পের ইম্পেলার তৈরি, সারকুলার নাইফ তৈরি, বাইলেটারাল ডায়াফ্রাম পাম্প তৈরি, ফরমিং মেশিন তৈরি করণ, সিলিন্ডার হেড রিপিয়ারিং করণ, কাপলিং ফর রিডাকশন গিয়ার বক্স তৈরি করণ, এন্ড মিল কাটার তৈরি, আপ-ডাউন ট্রলি তৈরি করণ, এইজ এফ সেপারেটর ক্লাম্প তৈরি, পারকিউয়শন মেশিন তৈরি, স্টেশনারী, ব্যালেন্সিং ডিক্স তৈরি, আইসেলেটর ফিঙ্গার, চাপ ক্ল্যাম্প, এল প্লেট , নাট বোল্ট তৈরি, হেলিক্যাল গিয়ার তৈরি করণ, লীক রিপিয়ারিং ক্ল্যাম্প তৈরি করণ, বিয়ারিং ব্লক মেরামত, আউট বোর্ড লায়নার তৈরি, ফাইবার গ্যাসকেট ও প্লেট তৈরি, মিটার সিলিং প্লায়ার্স তৈরি, সি-মাস্কিট পাম্পের গিয়ার বক্সের পিনিয়ন তৈরি, প্রজেক্টাইল গাইড ব্লক তৈরি ইনলেট টারবাইন কেসিং তৈরি, আম্বোসীল তৈরি, ডাক বিভাগের বর্ষটাইপ তৈরি, বেগম রোকেয়া পদকের রেপ্লিকা তৈরি, গিয়ার হিট ট্রিটমেন্ট করণ, কুলিং ওয়াটার মডিউল ফ্যান স্যাফট জি বি সি লুব পাম্প ক্রিটিক্যাল ওয়াটার পাম্প তৈরি, ব্রোঞ্জ পদক তৈরি, কনভেয়র লিংক তৈরি করণ, শ্যাফট ,বিয়ারিং, লক নাট তৈরি করণ, নিউমেটিক ভালব তৈরি করণ, কাপল সাইড কভার, পিনিয়ন তৈরি, ওভার হেড নিডেল তৈরি, মোটরের বিয়ারিং হাউজ তৈরি,   ট্রলি মোটর গিয়ার বক্স তৈরি, স্ক্রু শ্যাফট রিপিয়ারিং, গাইড পুলি, স্পার গিয়ার, স্পোকেট তৈরি, ২১শে পদকের রেপ্লিকা তৈরি, ইনজেকশন পাম্পের পাইপ ফেব্রিকেশন করণ, সিলিন্ডার হেড সারফেস গ্রাইন্ডিং করণ, লাইনার গ্রাইন্ডিং করন, নিডেল কোন তৈরি, স্বাধীনতা পদকের রেপ্লিকা তৈরি, ওয়েল পাম্প হাউজিং ফেব্রিকেশন করণ, ওভার হেড ক্রেনের যন্ত্রাংশ তৈরি, ভেন্ট ব্রাকেট তৈরি, নন ড্রাইভ এন্ড বিয়ারিং ব্রাকেট তৈরি, হোন্ডিং এন্ড ক্রিম্পিং মেশিন তৈরি, স্লিভ বুশ শ্যাফট কাপলিং তৈরি, বুশ বিয়ারিং এসিড ফিউম কালেক্টর ট্যাংক তৈরি, মিক্সড বেড ট্যাংক তৈরি, ড্রাইভেন পিনিয়ন তৈরি, সুইভাল এসেম্বলি তৈরি, মেটাল বুশ বিয়ারিং আউট বোর্ড লাইনিং,সিলিভ ব্লক তৈরি, সাপোর্ট প্লেট তৈরি, কম্প্রেশারের লাইনার তৈরি, পারকিউশন মেশিন তৈরি, ইউ ক্ল্যাম্প আইসেলেটর তৈরি, মটর ব্লক কাভার তৈরি, ১১ কেভি ক্যাবল লাগ তৈরি, অল্টারনেটর রোটর রিপিয়ারিং, ফিড পাম্পের শ্যাফট তৈরি, গিয়ার পিনিয়ন তৈরি, এলব্রো থ্রেড রিপিয়ার করণ, ক্রস কনভেয়র রোলার ফেব্রিকেশন করণ, ড্রয়িং প্রেস মেশিন তৈরি, ট্রিমিং মেশিন তৈরি, বুলেট এসেম্বলি মেশিন তৈরি, হেলিক্যাল পিনিয়ন তৈরি, সাইক্লো গিয়ার তৈরি, ইন্ডাকশন মোটর হাউজিং রিপিয়ার, কেইন কাটার কাপলিং তৈরি, থ্রি ফেজ স্লিপ রিং তৈরি, ক্র্যাংক শ্যাফট তৈরি, ফ্যানের ডাই তৈরি, এম্বোস মেশিন তৈরি, চিলার ইম্পেলার শ্যাফট গ্রাইন্ডিং করণ।

২০১৪-২০১৫

প্যাডার রোলার মেরামত করণ, ক্যাপলিং ফর রিডাকশন গিয়ার তৈরি, স্টিম লক রিং তৈরি, বি এফ পি বুস্টার পাম্প শ্যাফট স্লিভ তৈরি, কাপলিং তৈরি, ওয়ার্ম গিয়ার হুইল তৈরি, ফিডিং পুলি তৈরি করণ, মোটরের গিয়ার বক্স রিপিয়ারিং করণ, জার্নাল বিয়ারিং রি মেটালিং করণ, বিয়ারিং কভার রিপিয়ারিং, প্লাষ্টিক বোতল তৈরি, টর্ক কনভার্টার পাইপ তৈরি, আউটার গ্রিব এবং জ্যাম নাট-বোল্ড তৈরি, সিলিন্ডার হেড রিপিয়ারিং, আপার স্লিটিং, কাটার রি-সাপেনিং, অক্সিলিয়ারিং পাম্প টরবাইনের জন্য তৈরি, স্কীন জুস পাম্প মেরামত করণ, প্রেসটুল সারফেস গ্রাইন্ডিং করণ, রিটার্নিং রিং মেশিনিং করণ, সি আই বিয়ারিং তৈরি করণ, আই ক্লাম্প তৈরি, ১৬০ এবং ১৫০ ওয়াট মটরের স্লিপ রিং তৈরি করণ, সেন্ট্রিফিউগাল মেশিনের মাসকিট ডিস্ট্রিবিউটর তৈরি, ফ্লেক্সিবল কাপলিং তৈরি, গ্যাং স তৈরি করণ, জার্নাল বিয়ারিং রি মেটালিং, ভ্যাকুয়ামের পাম্পের ইম্পেলার তৈরি, ফিড পাম্পের ইম্পেলার তৈরি, কানেকটিং রড, ফ্যান শ্যাফট রিপিয়ারিং, ওয়ার্ম গিয়ার হুইল তৈরি, এনগ্রেভ করা মেটাল সীল তোইরি, ওয়ার্ম পিনিয়ন তৈরি করণ, পাওয়ার টারবাইনের মেইন ষ্টীম ভালব মেরামত করণ, ড্রাইভ শ্যাফট তৈরি করণ, ক্রস কনভেয়ার রোলার তৈরি, মিটার সিলিং প্লায়ার্স তৈরি, নিডেল কোন তৈরি, হেলিক্যাল গিয়ার তৈরি, জেনারেটর কভার তৈরি, আই ক্ল্যাম্প ও ইউ কানেক্টর তৈরি, ডিপার্টমেন্টাল হাতুড়ি তৈরি, টি ক্ল্যাম্প, এল ক্ল্যাম্প, পিজি ক্ল্যাম্প, টেনশন ক্ল্যাম্প তৈরি, ফিড ওয়াটার পাম্প (ইউথ ওয়েল কুলার) তৈরি করণ, এসিড ডিষ্ট্রিবিউশন থ্রো এবং ক্যাপ নাট তৈরি, টেম্পারেচার ডিষ্ট্রিবিউশন বক্স তৈরি করণ, শ্যাফট পিনিয়ন, ইম্পেলার তৈরি, এম্বোসিল তৈরি করণ, সিলিন্ডার লাইনার ও ওয়েল পাম্প রিপিয়ারিং, ডাক বিভাগের বর্ষ টাইপ তৈরি, হেলিক্যাল গিয়ার তৈরি, বঙবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পদক তৈরি, চেইন স্পোকেট তৈরি, আউটার বোর্ড লাইনার তৈরি, ফিউরিং মেশিন এর বিভিন্ন পার্ট তৈরি, মিল টারবাইনের লকিং বুশ তৈরি, ডায়াফ্রআম পাম্পের কেসিং হেড সাইড কভার, ডেলিভারি হেড তৈরি, কয়েন ডাই পাঞ্চ তৈরি, ডাই ইনসার্ট, বল সপ ডাই তৈরি, ব্যাচেট তৈরি, চিলারের কম্প্রেশার গাইডভেন তৈরি, কোল-রড শ্যাংক এর সাপোর্ট তৈরি, আউট বোর্ড লাইনার, ড্রাম স্ট্যাটিক রিং, হাব বিয়ারিং তৈরি, শেয়ারিং মেশিনের ব্লেড , টুল কাপলিং (পাম্পের জন্য) তৈরি, আই লাগ, টি লাগ, সিটি ক্ল্যাম্প ফিঙ্গার, এইচ ক্ল্যাম্প, কপার প্লেট তৈরি, ডেড এন্ড কম্প্রেশন ক্যাম্প ও ক্যাবল লাগ তৈরি, স্বাধীনতা পদক ছাপ মারা, রৌপ্য পদকে ছাপ মারা, বিভেল পিনিয়ন তৈরি, ফি ফ্লাস এলিমেনেটর তৈরি, চেক নাট, হাউজিং কভার, ক্ল্যাজ শ্যাফট, হেলিক্যাল পিনিয়ন, হেলিক্যাল গিয়ার তৈরি, আইসলেটর মেল পার্ট, ফিমেল পার্ট ফিটিং তৈরি, ইনটার্নাল লাইব্রিং এবং এক্সটার্নাল লাইব্রিং তৈরি, সাকশন কভার বিয়ারিং রিপিয়ারিং, সিলিন্ডার ব্লক মেশিনিং করণ, ওয়াটার মোটর কুলার ও কমপ্লিট ফিড ওয়াটার পাম্প তৈরি, আঊট বোর্ড লাইনার তৈরি, ইনার গ্রুপ লোয়ার রোলার তৈরি, টাইমিং রোলার তৈরি, কাটিং রোলারভ তৈরি, আপার রোলার তৈরি, কম্প্রেশার ব্লক মেরামত করণ, ক্যাম শ্যাফট বিয়ারিং হাউজ রিপিয়ারিং, ভিজ্যুয়াল ইন্সপেকশন মেশিন তৈরি, ট্রিমিং মেশিন তৈরি, ইনলেট ভাল্ব, এক্সজষ্ট ভাল্ব গাইড রিং তৈরি,  ট্রান্সমিশন শ্যাফট তৈরি, অল্টারনেটর হাউজিং রিপিয়ার করণ, প্লাস্টিক সিল ট্যাগ তৈরি, কনভেয়র লিংক ফর এলিভেটর তৈরি, ভেন্ট বাকেট তৈরি, লেদ ট্রান্সমিশন গিয়ার তৈরি, সিলিন্ডার হেড রিপিয়ারিং, ক্র্যাংক প্রেস মেশিন তৈরি, ওয়ার্ম হুইল তৈরি, বয়লার ফিড পাম্প মেরামত, টার্বোচার্জার, কেসিং টারবাইন, ইনলেট রিপিয়ারিং করণ, ব্যাগ তৈরির ডাইস তৈরি।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon